কাছে টাকা থাকলেই যে কেউ ধনী হতে পারেনা । ধনী হওয়ার জন্য অবশ্যই সেই টাকার সঠিক ব্যবহার জানতে হয় । সঠিক ভাবে পরিশ্রম করতে হয় । টাকার উপযুক্ত বিনিয়োগের মাধ্যমে সহজে ধনী হওয়া সম্ভব । নিজেকে বেকার করে রেখে নয় বরং নিজের জা আছে সেটা নিয়েই ধনী হওয়ার সংগ্রামে নেমে পরতে হবে । অর্থের সঠিক ব্যবহার করে ধীরে ধীরে সামনে এগোতে হবে, ধনী হওয়াকে একটা মিশনে নিতে হবে ।.