গেমসটি সাধারণত ছোট শিশুদের জন্য।এটি ৮ বছর বা তার ওপরের শিশুদের জন্য। তবে বড়রাও এ গেমসটি খেলতে পারবেন। গেমসটির মাধ্যমে সবাই মজার পাশাপাশি কিছু শিখতে পারবে। কিভাবে পরিবেশ পরিষ্কার রাখা যায় তা এই গেমসটি খেললে শিখতে পারবে। ফলে আমাদের পরিবেশ দূষণ রোধ করা যাবে। গেমসটি অনেক মজার। তাই সবাই এই গেমসটি একবার খেলবেন। আশা করি সবার ভালো লাগবে।.